দেশের বৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার সেট খুলনা সিভিল সার্জন কার্যালয়ে হস্তান্তর করা হয়।
রবিবার দুপুরে স্বাস্থ্য বিধি মেনে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় ১৫টি অক্সিজেন সিলিন্ডার সেট হস্তান্তর করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা রহমান স্নিগ্ধা। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ মুরাদ, এরিয়া ম্যানেজার মোঃ ফকরুল হাসানসহ বয়রা,গল্লামারী,নুরনগর ও নিরালা শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।