চ্যানেল খুলনা ডেস্কঃ সিরাজগঞ্জে ১২জনকে হোম কোয়ারেন্টাইনে গভীর পর্যবক্ষণে রাখা হয়েছে। এছাড়াও চীন ফেরত আরও তিনজনের বাড়িতে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. জাহিদুল ইসলাম জানান, জেলার বেলকুচি উপজেলায় ৪ জন, রায়গঞ্জ উপজেলায় ১ জন ও উল্লাপাড়ায় ৩ জনসহ মোট ১২জনকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখবো।
এসব প্রবাসিদের ভাইরাসজনিত কোন সমস্যা আছে কিনা তা জানার জন্য নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন বলে জানান তিনি।