চ্যানেল খুলনা ডেস্কঃ সিলেটে এক চিকিৎসক দম্পতি করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত এ দম্পতির মধ্যে স্বামী ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত এবং স্ত্রী সিলেটে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। সোমবার (২৭ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, সোমবার ওই ল্যাবে সিলেট বিভাগের চার জেলার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার দুজন রয়েছেন যারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
এর আগে গত ২২ এপ্রিল সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসক ও শহীদ শাসসুদ্দিন আহমদ হাসপাতালের একজন স্টোর কিপার করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এ ছাড়া জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোর কিপার করোনায় আক্রান্ত হয়েছেন। এদের পর এ চিকিৎসক দম্পতির করোনা শনাক্ত হলো।
সিলেট বিভাগের প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন তিনি। এরপর গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশে চিকিৎসকদের মধ্যে তিনিই প্রথম, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সিলেট বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ১০১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ বিভাগে এক চিকিৎসকসহ চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।