চ্যানেল খুলনা ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত ব্যক্তি সনাক্ত করা হয়েছে। আক্রান্ত হওয়া ওই ব্যক্তি সিলেটের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক। তার বয়স ৪৫ বছর।
রোববার (৫ এপ্রিল) রাত ৮টায় নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
অবুঝ চোখে তাকিয়ে আছে মেয়ে, কোলে তুলতে না পেরে অশ্রুজল পুলিশ বাবার
তিনি বলেন, এখন রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায় নি। তবে ঢাকা থেকে আমাদেরকে ফোনে জানানো হয়েছে সিলেটে এ চিকিৎসকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও বলেন, শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নমুনা পাঠানো হয়। আজ (রোববার) তারা আমাদেরকে জানায় যে, রির্পোট পজেটিভ। তবে তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি বাসা লকডাউনের। তবে আলোচনা চলছে।
এরআগে সিলেটে করোনা সন্দেহে সর্বশেষ ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও মাঝে পজিটিভ পাওয়া যায়নি। তাদের নমুনা ঢাকায় পাঠানো হলেও কারো নমুনায় পজিটিভ বা কেউ করোনা আক্রান্ত না থাকায় রিপোর্ট সিলেটে পাঠানো হয়নি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও আরো ১০ জেলায় করোনা রোগী শনাক্ত হলেও সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হল।