সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটি বিলুপ্ত ও নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিপলস মিলগেটস্থ অবকাশ গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। সংগঠনের সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর কমিটির দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, সংগঠনের থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরি, শফিকুল ইসলাম অভি, ডাঃ আলতাপ হোসেন, সহ সম্পাদক মোল্লা মুরাদ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, দপ্তর সম্পাদক খন্দকার খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মাওঃ মোঃ শাহাজাহান, সাংস্কৃতিক সম্পাদক আঃ হান্নান মিয়া, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বাদশা প্রমূখ। সভা শেষে সংগঠনের সভাপতি ও সম্পাদক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সর্বসম্মতিক্রমে আবারো ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুকে সভাপতি, খলিলুর রহমান সুমনকে সম্পাদক ও মাহাবুবুল হককে সাংগঠনিক সম্পাদক করে আগামী দু’ বছরের জন্য সুজন থানা কমিটি গঠন করা হয়। যা ঘোষণা দেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।