বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের সকল নদ নদীতে বিষ দিয়ে মৎস্য আহরন আর বনকে ঘিরে সকল ধরনের অপরাধ ও দুর্বৃত্তায়ন বন্ধে অভিযান শুরু করেছে মোংলা থানা পুলিশ।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে এই অভিযান কার্যক্রমের উদ্ধোধন করেন বাগেরহাটের জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোংলা সার্কেল মোঃ আসিফ ইকবাল, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ মোংলা থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
এসময় উদ্ধোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, সুন্দরবনকে ঘিরে যে সকল মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিলেন তাদের অবৈধ কাযক্রম চলতে দেয়া হবে না। বনের ভেতর কোন ধরনের অপরাধ ঘটানোর চেষ্টা করলে (বিশেষ করে দস্যুতা, বন সম্পদ আহরন) তাদের কোন ছাড় দেয়া হবে না।বন ও বনজ সম্পদ রক্ষায় সীমিত জনবল ও জলযান দিয়ে পুলিশ নৌপথের কার্যক্রম অব্যাহত রাখবেন।
একই সাথে সরকার ঘোষিত নিষেধাজ্ঞাকালীন সময়ে কেউ যেন মৎস্য আহরন করতে না পারে তা নিশ্চিত করবে বাগেরহাট জেলা পুলিশ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় আরো জানান,সল্প সময়ের মধ্য সুন্দরবনের অভ্যন্তরে পুলিশের জন্য ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত হবে,একই সাথে নিরাপদ থাকবে বন আর বনজ সম্পদ।