চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা ভাইরাসের মধ্যেই খুলনা রেল স্টেশন থেকে তিনটি আন্তঃনগর এক্সপ্রেস চালু করা হয়েছে। এবার আগামীকাল ১৬ আগস্ট রাত থেকে সুন্দরবন ও সীমান্ত এক্সপ্রেস চালু করা হচ্ছে। এর মাধ্যমেই খুলনা থেকে চলাচল করা সকল আন্তঃনগর এক্সপ্রেস চালু হচ্ছে। সকল এক্সপ্রেস চালু করা হলেও চালু করা হচ্ছে না বন্ধন এক্সপ্রেস বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, করোনা ভাইরাসের শুরু থেকে মালবাহী ট্রেন বাদে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। পরে এক জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলনা থেকে দুইটি আন্তঃনগর এক্সপ্রেস চালু করা হয়। পরে আরও একটি চালু করা হয়। চালুকৃত রূপসা, কপোতাক্ষ ও চিত্রা এক্সপ্রেস স্টেশন থেকে দিনে চলাচল করতো। এবার সুন্দরবন ও সীমান্ত এক্সপ্রেস চালুর মাধ্যমে রাতেও চলাচল করতে পারবে যাত্রীরা। ১৬ আগস্ট রাত থেকে শুরু হবে রাতের এই এক্সপ্রেস। এদিকে ভারত-বাংলাদেশের যাত্রীদের জন্য সপ্তাহে দুইদিন বন্ধন এক্সপ্রেস চালু থাকলেও তা করোনা ভাইরাসের কারণে ২৪ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়। তারপর থেকে আন্তঃনগর এক্সপ্রেস চালু করা হলেও চালু করা হয়নি বন্ধন এক্সপ্রেস।
ভারতগামী এক যাত্রী মিতা রাণী মন্ডল বলেন, খুলনা থেকে সব ধরনের আন্তঃনগর এক্সপ্রেস চালু করা হলেও বন্ধন এক্সপ্রেস চালু করা হচ্ছে না। যার ফলে ভারতগামী যাত্রীদের বেশ কষ্ট পোহাতে হচ্ছে।
ঢাকাগামী যাত্রী সোহেল হোসেন বলেন, ট্রেন যাত্রা সাধারণত রাতেই ভাল লাগে। কিন্তু এতোদিন বন্ধ থাকার পর রাতে চরাচল শুরু করলে দিনের থেকে রাতের ট্রেনে যাত্রী বাড়বে।
খুলনা রেল স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ১৬ আগস্ট রাত থেকে সীমান্ত ও সুন্দরবন এক্সপ্রেস চালু করা হচ্ছে। এর মাধ্যমে খুলনা স্টেশন থেকে চলাচল করা ৫টি এক্সপ্রেসই চালু হচ্ছে। করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া বন্ধন এক্সপ্রেস এখনও চালু করা হয়নি। টিকিট অনলাইনের মাধ্যমেই সংগ্রহ করতে হবে যাত্রীদের।