পশ্চিম সুন্দরবনের কয়রা বন টহল ফাঁড়ির অধীনস্ত আয়মান খালে বন বিভাগ অভিযান চালিয়ে ২৪ বস্তা শুটকি চিংড়ি জব্দ করেছে। আটককৃত চিংড়ির মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। গত সোমবার ভোররাতে বানিয়াখালি ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে এ সকল শুটকি, ৪টি ভেষালি জাল ও ৫টি ডিঙ্গি নৌকা আটক করেন।
অভিযানের খবর আঁচ করতে পেরে চোরাকারবারীরা গহীন বনে পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, কয়রার মহেশ্বরীপুর, খোড়লকাটি, তেতুলতলা, শেখেরকোনা, কালিবাড়ি, বাবুরাবাদ, জোড়শিং, বতুলবাজার এলাকার অসাধু জেলেরা রাতের অন্ধকারে সুন্দরবনের নদীখালে ঢুকে রিপকর্ড বিষ প্রয়োগ করে নিষিদ্ধ ঘন ফাঁসের ভেষালি জালের সাহায্যে মণ মণ চাকা চিংড়ি শিকার করে বনের ভেতরে টোংঘর বেঁধে আগুনে পুড়িয়ে শুটকিতে রূপান্তিরিত করে লোকালয়ে নিয়ে এসে বেচাবিক্রি করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে যা সম্পূর্ণ বেআইনী।
এ ব্যাপারে বানিয়াখালি ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল বলেন, সুন্দরবনের আয়মান খাল থেকে জব্দকৃত শুটকি চিংড়ির সাথে জড়িতদের খুঁজে বের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।