ক্রীড়া ডেস্কঃস্বপ্নের মতোই ক্যারিয়ার শুরু হয়েছিল তাসকিন আহমেদের। কিন্তু অ্যাকশন সমস্যা আর ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। চোটের কারণে জাতীয় দলে এখনও অনিয়মিত দেশের সম্ভাবনাময়ী তারকা এ পেসার।প্রায় দুই বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন তাসকিন। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে টেস্ট ম্যাচ। সেই ম্যাচে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবেন তিনি।
এমনটি জানিয়ে রোববার সাংবাদিকদের তাসকিন বলেন, ‘একমাত্র টেস্ট দলে সুযোগ পেয়েছি। এখন যদি একাদশে সুযোগ পাই, তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। অনেকদিন পর টেস্ট দলে জায়গা পেয়ে আমি উচ্ছ্বসিত। সুস্থ থেকে এখন খেলতে পারলে সেটাই সবচেয়ে বড় পাওয়া হবে।’
নিজের লক্ষ্য নিয়ে মাত্র পাঁচ টেস্টে সাত উইকেট শিকার করা তাসকিন বলেন, শারীরিকভাবে এখন অনেকটা সুস্থ আছি। এভাবে খেলতে পারলে সেরাটাই দিতে পারব। সবার কাছে দোয়া চাই।