একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে ‘ছলনাময়ী’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সুলতান মনসুরের শপথ নেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী, ছলনাময়ীরা গণশত্রুতে পরিণত হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সুলতান মনসুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, তার দল তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে।
সুলতান মোহাম্মদ মনসুরকে ধানের শীষ প্রতীক দেয়া ভুল হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, শাহিদা রফিক প্রমুখ ।