বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর আম্মা সালমা খাতুন (৯০) গত শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৮ ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জেষ্ঠ্যপুত্র সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বর্তমানে কারাগারান্তরীণ। রবিবার (১৩ অগস্ট) জোহরবাদ মরহুমার জানাজা শেষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে নিজ বাড়ীতে দাফন সম্পন্ন হয়েছে।
বিএনপি’র ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম পিন্টু এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ। রবিবির শোক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন যুবদলের সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর এবং খুলনা মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল হাসান নেইম।।