সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সেই ঘুরে ফিরে ত্রাতা মুশফিক, লঙ্কানদের টার্গেট ২৩৯ | চ্যানেল খুলনা

সেই ঘুরে ফিরে ত্রাতা মুশফিক, লঙ্কানদের টার্গেট ২৩৯

Bangladeshi batsman Mushfiqur Rahim plays a shot during the second one-day international cricket match between Sri Lanka and Bangladesh in Colombo, Sri Lanka, Sunday, July 28, 2019. (AP Photo/Eranga Jayawardena)

ক্রীড়া ডেস্কঃব্যাটিংয়ে চরম ব্যর্থতা ও খামখেয়ালিপনার সঙ্গে গা ভাসিয়ে দিলেন না মুশফিক। ১১৭ রানেই ছয় উইকেট পড়ে ৩১ ওভার পাঁচ বলে। বাংলাদেশের ইনিংস বুঝি ২০০-র নিচে থেমে যাবে এমন আশঙ্কায় ছিল তখন। এমন পরিস্থিতি সামাল দিলেন মুশফিক। সপ্তম উইকেটে ৮৩ বলে ৮৪ রানের মহামূল্যবান একটি জুটি গড়লেন তিনি। এ জুটির ওপর ভর করে আট উইকেটে ২৩৮ রান তোলে বাংলাদেশ। ৯৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

ক্রিকেটে জুটি সবচেয়ে বড় কথা। প্রেমাদাসায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই জুটির অভাবে ম্লান ছিল বাংলাদেশের ব্যাটিং চিত্র। ২৬ রানে ওপেনার সৌম্য সরকার বিদায় নেন। দ্বিতীয় উইকেট থেকে আসে মাত্র পাঁচ রান। এরপর ২১, ১৬, ২০, ২৯ এই ছিল ব্যাটিং জুটি টাইগারদের। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২৮ ওভারে একশ রান তোলে বাংলাদেশ। বর্তমান যুগে ওয়ানডেতে যা একেবারেই বেমানান।

এ ভেন্যুতেই দুইদিন আগে ৯১ রানে হেরেছিল বাংলাদেশ। মালিঙ্গা উত্তর প্রথম ওয়ানডে ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। টস ভাগ্যে জিতে তামিম ব্যাটিং নিলেন সে লক্ষ্যে। তবে অধিনায়ক নিজেই ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিলেন। ১১ রান করে সৌম্য ফেরার পর ১৯ রানে ফেরেন টাইগার অধিনায়ক। অভিজ্ঞ মুশফিকের সঙ্গে তখন যে কেউ বড় জুটি গড়লে রানের চাকা সচল থাকে কিন্তু মুশফিকের সঙ্গীরা ক্রিজে জমে গিয়েও ভুল করেন। তাদের ব্যাটিং দীনতায় ৮৮ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। হাস্যকরভাবে রানআউট হন সাব্বির।

এমন বিপদের দিনে দলের জন্য বড় ইনিংস খেলার সুযোগটা হাতছাড়া করে বসেন মোসাদ্দেক। এতে ধ্বংসস্তূপে পৌঁছে যায় টিম বাংলাদেশ। আর মিস্টার ডিপেন্ডেবল এমন সময়েই দলকে বাঁচাতে পছন্দ করেন বেশি। আজো করলেন। লঙ্কান বোলারদের বিপক্ষে একা লড়াই করলেন। সঙ্গী হিসেবে মিরাজের সঙ্গে চমৎকার জুটি গড়েন তিনি। তাদের দুরন্ত জুটিতে সপ্তম উইকেটে ২০০ রান পার করে বাংলাদেশ। ৪৯ বলে ছয়টি চারে ৪৩ রান করে আউট মিরাজ।

তবে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মুশফিক। ১১০ বলে ছয়টি চার ও এক ছক্কা মারেন তিনি। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ করতে হয়েছে তাকে। লঙ্কানদের পক্ষে উদানা, প্রদীপ ও দনাঞ্জয়া প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।