প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় সেফ কমিউনিটি কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর ৩১ নম্বর ওয়ার্ড ক্লাস্টার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। পশুর ক্লাস্টার সভানেত্রী মোসাঃ বিউটি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ১০ আসনের কাউন্সিলর মোসাঃ রেক্সোনা কালাম লিলি, সাংবাদিক আসাফুর রহমান কাজল। সভায় নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতা বিষয়ক আলোচনা করেন প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার মোঃ জামাল হোসেন। সভায় ক্লাস্টার সাধারণ সম্পাদক রওশনারা, কোষাধ্যক্ষ রহিমা বেগম, কমিউনিটি সহায়ক উম্মে সোনিয়াসহ ক্লাস্টারের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি