সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সেফ কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের শত কোটি টাকা ফেরতের আশ্বাস দিয়ে কথিত অডিও বার্তা | চ্যানেল খুলনা

নির্মাণাধীন ভবনের সামনে নিঃস্ব শত শত মানুষের হাহাকার

সেফ কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের শত কোটি টাকা ফেরতের আশ্বাস দিয়ে কথিত অডিও বার্তা

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার সেফ ইসলামী গ্র“প লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সেফ ইসলামী ব্যবসায়ী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের গ্রাহকদের শত শত কোটি টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়ে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার ওই অডিও বার্তাটি খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে ছড়ানো হয়। সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নামে ১০ মিনিট ২৬ সেকেন্ডের ওই অডিও বার্তায় বলা হয়, বাধ্য হয়ে আত্মগোপন করেছেন তারা। তবে অডিও বার্তা মামুনের কিনা তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে গতকাল শুক্রবার সকালে শত শত গ্রাহক নারী-পুরুষ সোনাডাঙ্গাস্থ ছোট বয়রা এলাকায় কেডিএ’র ৪৩নং প্লটে সোসাইটির নির্মাণাধীন ভবনের সামনে জমায়েত হন। এ সময় তারা তাদের টাকা ফেরত পেতে সর্বশান্ত কয়েকশ’ মানুষ হাহাকার শুরু করেন। চলতি বছরের ১৫ অক্টোবর এ প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মোখতার হুসাইন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান।
গতকাল সকালে নির্মাণাধীন ভবনের বন্ধ অফিসের সামনে হাজির হওয়া গ্রাহকরা জানান, ইসলাম ও ইসলামী শরীয়াহ’র দোহাই দিয়ে সেফ ইসলামী ব্যবসায়ী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্তা ব্যক্তিরা সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে শত-শত কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অডিও বার্তায় আত্মগোপনের যে যুক্তি দেখাচ্ছেন, তা গ্রাহকরা যৌক্তিক বলে মনে করছেনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে খুলনার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করবেন বলেও জানিয়েছেন তারা ।
সেফ ইসলামী ব্যাবাসীয় কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মোখতার হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও মুজাহিদ কমিটির কেন্দ্রীয় মহাসচিব পদে রয়েছেন। সধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য।
গত ২৮ নভেম্বর ওই প্রতিষ্ঠানের ১২২ জন গ্রাহক আদালতে এই প্রতিষ্ঠানের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপরে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন (নং-দেওয়ানী ৪৩১/১৯)। প্রতিষ্ঠানের এবং এসকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তিতে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। গত ২ ডিসেম্বর খুলনার যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক মোঃ আশরাফ উদ্দিন এ আদেশ দিয়েছেন।
বিবাদীরা হলেন সেফ ইসলামী ব্যবসায়ী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মোঃ মোখতার হুসাইন, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সদস্য আব্দুর রশিদ, সদস্য এসএমএইচ ওসমান করিম ও সদস্য জিএম গোলাম মোস্তফা। সেফ ইসলামী গ্র“পের আরও ৫ জনসহ  সরকারি বেসরকারি কার্যালয়ের ১৯টি দপ্তর বিবাদী হিসেবে এ তালিকায় রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।