ক্রীড়া ডেস্কঃটেস্টে ভারত দিনদিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ঘরের মাঠে তাদের হারানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে নিজেদের মাঠে টানা ১২ সিরিজ অপরাজিত থাকল তারা। দলের এমন সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি।বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান কোহলি। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষ বোলারদের কাছে তিনি ত্রাস, তেমনি অধিনায়ক হিসেবেও সফল এ ক্রিকেটার। ইতোমধ্যেই ধোনিকে টপকে সবচেয়ে বেশি টেস্টজয়ী ভারতীয় অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করেছেন কোহলি। ইডেন টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে তিনি ঢুকে গেলেন বিশ্বের সফল পাঁচ টেস্ট অধিনায়কের তালিকায়।
অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ভারতকে ৩৩টি টেস্ট জিতিয়েছেন কোহলি। ইতিহাসের সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়কের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি। ৫৩ টেস্ট জিতে এ তালিকার শীর্ষে রয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ।তালিকার দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং। অধিনায়ক হিসেবে পন্টিং জিতেছেন ৪৮টি টেস্ট। এছাড়া তালিকার তিন নম্বরেও রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভ ওয়াহ। সাবেক এ অজি অধিনায়ক জিতেছেন ৪১টি টেস্ট।
৩৬ টেস্ট জিতে সফল টেস্ট অধিনায়কের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্লাইভ লয়েড। কোহলির উপরে থাকা বাকি চারজনের ক্যারিয়ার শেষ হয়েছে অনেক আগেই। আর ভারতীয় এ অধিনায়কের এখনো লম্বা সময় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। তাই কোহলি এদের সবাইকে টপকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।