ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন খান ও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জালাল মৃধা, আলাউদ্দিন মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা মো. জয়নাল ফরাজী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজন আকন, আজাহার মৃধা, কাশেম ফরাজী, জুম্মান ঢালী, শাকিল হোসেন, রাহাত জোমাদ্দার প্রমুখ।