নগরের দু’টি থানায় তাঁতীদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। সোনাডাঙ্গা থানায় ডাঃ আব্দুল হালিম মোড়লকে সভাপতি ও রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক এবং খালিশপুর থানায় শেখ আব্দুর রহিমকে সভাপতি ও মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন মহানগর তাঁতীদল।
শুক্রবার (২৫ এপ্রিল) প্রতি থানায় ১৫ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন মহানগর তাঁতীদলের আহবায়ক মো. আবু সাঈদ ও যুগ্ম-আহবায়ক আসলাম হোসেন।
অনুমোদিত কমিটির সোনাডাঙ্গা যারা আছেন সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান রানা, সদস্য যথাক্রমে আজিজুর রহমান, সৈয়দ মিজানুর রহমান জুয়েল, আব্দুল হালিম মৃধা, হাবিবুর রহমান, ছরোয়ার হোসেন, আকতার আহম্মেদ সুজা, সৈয়দ মমিনুল হক, মো. ফরিদুর রহমান, মো. বেলাল শিকদার, মো. শাহ আলম, মো. কবির হোসেন মৃধা, মোস্তাফিজুর রহমান বাচ্চু।
খালিশপুর থানায় যারা আছেন- সাংগঠনিক সম্পাদক খন্দকার হোসাইন, সদস্য যথাক্রমে শেখ মুনসুর, বারেক হাওলাদার, মুনশী মুরাদ আহম্মেদ, মো. বাবুল ফরাজী, আবুল কালাম, শেখ আলামিন তুহিন, রাসেল শিকদার, মো. সুমন মাতুব্বর, শেখ বাবুল, মো. বজলুর রহমান, মোসা. হেলেনা, মো. শেখ মশিউর রহমান।