জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ঘোষিত মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক একরামুল হক হেলাল। সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান।
অতিথিবৃন্দ নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔসুধি সহ বিভিন্ন গাছের চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি নেতা মোঃ হারুন, ইদ্রিস হোসেন সোহান, স্বপন তালুকদার, মোঃ মোয়াজ্জেম, আবুল কালাম কালু, রকিবুল হাসান, কালু মোল্লা, জাফর আহমেদ, সজল, গফফার, সুমন আলী, মোঃ মজনু প্রমুখ।