৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে শনিবার দুপুর ৩টায় ৬৪আবু আহম্মেদ রোড আল আমিন মহল্লাহ্ সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার নিজস্ব কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার। চিকিৎসাসেবা প্রদান করেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খুলনা মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ ইফতেখার বিন রাজ্জাক এবং ডাক্তার পুতুল রায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উপদেষ্টা সুতপা বেদজ্ঞ, সিলভী হারুন, সহ সভাপতি মোহাম্মদ সাবির খান। মোহাম্মদ রাকিবুজ্জামান মানিক, সাহিদা পারভীন, সাহিদা জেসমিন, সাঈদা পারভীন, সাবিনা ইয়াসমিন, বনানী সুলতানা ঝুমু, তাহেরা জামান, খাদিজা খাতুন, তানিয়া জামান, জেরিন সুলতানা, নিঝুম হাসান শ্রতি, তাবাচ্ছুম মুনিয়া, আশিক হাসান মর্ম, মোহম্মদ আরিফুল ইসলাম অপি, তাহেরা জামান আখী, জেসমিন আক্তার জুই, জান্নাতুল ফেরদৌস জেরিন প্রমূখ। প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়।