চ্যানেল খুলনা ডেস্কঃআজ শুক্রবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। ফলে আগামী রোববার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদের হিসাব-নিকাষ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এমনই খবর দিয়েছেন রিয়াদের পার্শ্ববর্তী মাজমাহ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদরা।
সৌদি গেজেট জানিয়েছে, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পরিসংখ্যান বলছে, আজ শুক্রবার সূর্যের আগেই চাঁদ ডুবে যাবে।এবং আর দেখা যাবে না। ফলে ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ
সাইটে প্রকাশিত বৈজ্ঞানিক পরিসংখ্যান বলছে, ২৯ রামাদান (আজ) সূর্য ২৯৩ ডিগ্রিতে ৬টা ৩৯ মিনিটে ডুববে। আর চাঁদ ডুববে ৬টা ২৬ মিনিটে। অর্থাৎ সূর্যের ১৩ মিনিট আগেই ডুবে যাবে চন্দ্র। পর্যবেক্ষণকারী ওই সাইটে আরো বলা হয়েছে, ‘পরের দিন অর্থাৎ ৩০ রামাদান, (২৩ মে) সূর্য ২৩৯ ডিগ্রিতে ৬টা ৪০ মিনিটে অস্ত যাবে। আর ওই দিন ২৯৩ ডিগ্রিতে ৭টা ২৩ মিনিটে ডুবে যাবে চন্দ্র। অর্থাৎ সূর্য ডোবার ৪৩ মিনিট পর পর্যন্ত দেখা যাবে নতুন চাঁদ।’
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ক্লাইমেট বিষয়ক প্রফেসর ড. আবদুল্লাহ আল-মসনাদ জোর দিয়ে বলছেন, শুক্রবার মক্কায় সূর্যের ১০ মিনিট আগে চন্দ্র ডুবে যাবে। তার মানে হলো- ঈদুল ফিতর হবে রোববার।