বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আজ সোমবার (২১ ডিসেম্বর) থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী এক সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ থাকবে। তবে স্থগিতাদেশ আরও বাড়তে পারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়-
ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সৌদি আরব গতকাল রোববার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়। সড়ক ও সমুদ্রপথেও দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়।
তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনা শিথিল করা হতে পারে।
ইউরোপের দেশগুলো থেকে থেকে সৌদিতে আসা প্রত্যেক ব্যক্তিকে দুই সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে থাকতে হবে। এ ছাড়া গত তিন মাসের মধ্যে যারা ইউরোপ ভ্রমণ করেছেন তাদের নতুন করে করোনার পরীক্ষা করাতে হবে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব এমন পদক্ষেপ নিয়েছে।