একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে রবিবার (১৪ নভেম্বর)। বিকেল চারটায় সংসদ অধিবেশন শুরু হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারের অধিবেশনে বিশেষ আলোচনা হবে।
জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ গণমাধ্যমবে বলেছেন, এবারের অধিবেশনে দুটি ভাগ থাকবে। একটি হলো সংসদ অধিবেশনের নিয়মিত কার্যক্রম। নিয়মিত কার্যক্রম শেষ করে ছোট বিরতি থাকবে। এরপর জাতীয় সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হবে।
২৪ ও ২৫ নভেম্বর দুইদিন সংসদে বিশেষ আলোচনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে আলোচনা সাপেক্ষে তারিখ চূড়ান্ত করা হবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ নভেম্বর বিকেলে জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোতে নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে নতুন কিছু বিল উত্থাপন এবং আগে উত্থাপন করা কয়েকটি বিলের প্রতিবেদন উপস্থাপন ও পাস।
অধিবেশনের শেষের দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালানো হবে। সে ক্ষেত্রে প্রতিদিন সব সদস্য উপস্থিত হতে পারবেন না। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনার সময় কোভিড–১৯ পরীক্ষা সাপেক্ষে সব সদস্য অংশ নিতে পারবেন। করোনা সংক্রমণের কারণে গত বেশ কয়েকটি অধিবেশনের মতো এবারও সংবাদকর্মীরা সংসদ ভবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।
সংসদ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে খবর সংগ্রহ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।