খুলনার সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন,আধুনিক ও নান্দনিক শহর হিসেবে দেখতে চায় খুলনাবাসী। খুলনার সাংবাদিক সমাজ মনে করেন নগরবাসীর প্রত্যাশিত নগর গড়তে তালুকদার আব্দুল খালেক ব্যাপক কর্মযোগ্য শুরু করেছেন। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখাতে তালুকদার আব্দুল খালেককে পূনরায় নির্বাচিত করা প্রযোজন। আজ সকাল ১১ টায় ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র নির্বাহী পরিষদের সভায় বক্তৃতায় সাংবাদিক নেতৃবৃন্দ এ কথা বলেন।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র আহবয়ক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সংগঠনের সদস্য সচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র যুগ্ম- আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আলী সনি, যুগ্ম-সদস্য সচিব আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ শাহ আলম ও মল্লিক সুধাংশু, সদস্য মোঃ সাহেব আলী, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এস এম সাহিদ হোসেন, মোঃ হুমায়ুন কবীর, শেখ মোঃ সেলিম, রকিব উদ্দিন পান্নু, সুনিল কুমার দাস, মোঃ জাহিদুল ইসলাম, সোহেল মাহমুদ, মোঃ নেয়ামুল হোসেন কচি, দিলীপ কুমার বর্মন, শেখ লিয়াকত হোসেন, শেখ কামরুল আহসান, খন্দকার কবিরুজ্জামান বাপ্পী প্রমুখ।
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার জন্য গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় জানানো হয়,২৭ মে বিকেল ৫ টায় খুলনা প্রেসক্লাবস্থ শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় খুলনা প্রেসক্লারের সাধারণ সম্পাদক মামুন রেজার বোনের অকাল মৃত্যৃতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাংবাদিকদের নিয়ে গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’ আসন্ন খুলনা সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবে এবং প্রার্থীর নির্বাচনী কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবে।