আন্তর্জাতিক ডেস্কঃসুদানে পাওয়া গেছে ২৮ সেনা কর্মকর্তার মরদেহ চাপা দেয়া একটি গণকবর। ১৯৯০ সালে দেশটির সাবেক স্বৈরশাসক ওমর আল-বশিরের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন ওই সেনা কর্মকর্তারা। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং ধরা পরে যান। এরপর নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটর। এতে প্রমাণাদি ও তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, নতুন পাওয়া ওই গণকবর স্বৈরশাসনের বিরোধিতা করা সেনা কর্মকর্তাদেরই। ২৩ জনের বিশেষজ্ঞ দল নিশ্চিত করেছে যে, ১৯৯০ সালে দ্রততার সঙ্গে সুদানের সামরিক আদালত ওই সেনা কর্মকর্তাদের মৃত্যুদন্ড প্রদান করেছিল।
ওমর আল-বশির নিজেও সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সুদানের ক্ষমতায় এসেছিলেন। তার দীর্ঘ শাসনামলকে সুদানের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে ধরা হয়। গণকবরের বিষয়ে ঘোষণা দেয়ার পূর্বে প্রায় ৩ সপ্তাহ ধরে তদন্ত চলে সেখানে। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে আশ্বস্ত করেছে সুদানের বর্তমান সরকার। এ ঘটনার তদন্ত ও বিচারকার্য অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।