বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী সেলিমাবাদ ডিগ্রী কলেজে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সংবর্ধণা ও নবাগত ৩শ’ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সেলিমাবাদ কলেজের আয়োজনে এ সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রাণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা সু-শিক্ষায় নিজেকে গঠন করতে হবে।
সেলিমাবাদ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. এইচ এম তাজিনুর রহমান পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্যর সহধর্মীনি জান্নাতুন ফেরদৌস লিপি, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিক।
অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকমজুমদার, পুটিখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, তেলিগাতি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, হোগলাবুনিয়া চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, হোগলাপাশা চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ, শিক্ষার্থী সাবরিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নবাগত এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে ক্রেষ্ট তুলে দেন কলেজের সভাপতি এ্যাড. এইচএম তাজিনুর রহমান পলাশ সহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ৬০ জন কৃতি শিক্ষার্থীকেও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। #