সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
স্যার ফজলে হাসান আবেদ আর নেই | চ্যানেল খুলনা

স্যার ফজলে হাসান আবেদ আর নেই

চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশের কৃতী সন্তান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ফজলে হাসান আবেদের পরিবার ও ব্র্যাক সূত্র জানায়, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার লাশ ঢাকার আর্মি স্টেডিয়ামে রাখা হবে। এরপরই সেখানেই তার জানাজা সম্পন্ন হবে। এ দিন রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। লন্ডনে হিসাব বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করেছেন। ১৯৭২ সালে ৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ব্র্যাক বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এনজিও হিসেবে স্বীকৃত। তিনি ২০০১ সাল পর্যন্ত এ সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। ৬৫ বছর বয়সে নির্বাহী পরিচালকের পদ ছেড়ে চেয়ারপারসন হন। কয়েক মাস আগে চেয়ারপারসনের পদ ছেড়ে অবসরে যান।

ফজলে হাসান আবেদ ১৯৮০ সালে ম্যাগসেসে পুরস্কার পাওয়া পান। এ ছাড়াও অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে— বিশ্ব খাদ্য পুরস্কার, স্পেনিশ অর্ডার অব সিভিল মেরিট, অফিসার ইন দ্য অর্ডার অফ অরেঞ্জ-নাসাউ, লিউ টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। তিনি ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের নির্বাচিত ৫০ বিশ্বনেতার মধ্যে স্থান পান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

খালার বাড়িতে ঈদের উপহার দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

ঈদ করা হলো না বাবা-মেয়ের

কেঁদেও শেষ রক্ষা হলো না, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩

চুরি করতে গিয়ে ধরা, ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গণপিটুনি

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।