চ্যানেল খুলনা ডেস্কঃ সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে।
সোমবার (১৬ মার্চ) উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করে আদেশ জারি করা হয়েছে।
ডিসি সুলতানার জায়গায় ইতোমধ্যে কুড়িগ্রামে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
১৩ মার্চ দিনগত মধ্য রাতে কুড়িগ্রাম ডিসি অফিসের দুই-তিনজন ম্যাজিস্ট্রেট, ১৫-১৬ জন আনসার সদস্য গিয়ে সাংবাদিক আরিফুলকে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায়। ডিসি অফিসে নেওয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় অর্ধেক বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে। আরিফুলকে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দেওয়া হয়।