করোনা পরিস্থিতির কারণে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু বীমা মেলার আয়োজন বাতিল করা হয়েছে। জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ১ ও ২ মার্চ এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
তবে, মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার– এ স্লোগানে আগামী ১ মার্চ বীমা দিবস পালন করবে সরকার। এদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। ২০২০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উদ্বোধন করা হয়।