চ্যানেল খুলনা ডেস্কঃ দেশব্যাপী করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ কর্মসূচির দরুণ অনেক স্বল্প আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছেন।
‘Door to Door Essential Goods Distribution in Corona Crisis through Digital Survey’। এই উদ্যোগের আওতায় কর্মহীন দরিদ্র, অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। উদ্যোগটি সফল করতে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা জিয়াউর রহমানকে আহ্বায়ক করে আরো পাঁচ জন সহকারী কমিশনারের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন এবং হটলাইন চালু করা হয়েছে। খুলনার বিভিন্ন প্রান্তের দুঃস্থ, অসহায় কর্মহীন মানুষ যাদের ঘরে খাবার নাই তাদেরকে নিম্নোক্ত হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন খুলনা জেলা প্রশাসক।
হটলাইন নাম্বার এবং ই- মেইল এড্রেস-
01755992555, 01771722555, 01793192555, 01765482555, 01753632555
ই- মেইল- covid19helpdeskkhulna@gmail.com