সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
হটলাইনে সাড়ে ১৩ লাখ কল, ২৯শ জনের করোনা পরীক্ষা | চ্যানেল খুলনা

হটলাইনে সাড়ে ১৩ লাখ কল, ২৯শ জনের করোনা পরীক্ষা

চ্যানেল খুলনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনার জন্য হটলাইনে কল এসেছে ৯৭ হাজার ৯৪৮টি। আর দেশে করোনা রোগী শনাক্তের পর এখন পর্যন্ত হটলাইনগুলোতে মোট ১৩ লাখ ৭০ হাজার ৫৮৩টি কল এসেছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে আসা রোগী ও হটলাইনে কলের পর লক্ষণ উপসর্গ মিলে যাওয়ায় রোববার (৫ এপ্রিল) পর্যন্ত ২ হাজার ৯১৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ‌্যে ৮৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৭ জনের।
তিনি জানান, বর্তমানে হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে আছেন ৭৯ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১২ হাজার ৫৮০ জন।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৪২০ জনকে আইসোলেশনে নেওয়া হয়। এর মধ্যে ৩৩৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৪ জন। দেশে এখন পর্যন্ত ৮৮ জন করোনা আক্রান্তের খরব নিশ্চিত করেছে আইইডিসিআর। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৮৮ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন। আর বিশ্বের ২০৬টি দেশে মহামারি করোনায় প্রাণ গেছে ৬৪ হাজার ৭৫৪ জনের। রাজধানীর বাসাবো ও মিরপুর এবং নারায়ণগঞ্জে বেশি সংক্রমণ পাওয়া গেছে। বাসাবো এলাকায় ৯, টোলারবাগে ১১ ও নারায়ণগঞ্জে ১১ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ডি-৮ সম্মেলনে যোগ দিতে রাতেই ঢাকা ছাড়ছেন ড. ইউনূস

১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির, সমালোচনার ঝড়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।