চ্যানেল খুলনা ডেস্কঃকিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বোরো পাকা ধান নিয়ে আতঙ্ক বিরাজ করছে কৃষকের মঝে। করোনাভাইরাস সংক্রমণের কারণে শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না কৃষকরা। এমন খবর পেয়ে উপজেলা ইসলামপুর গ্রামের হতদরিদ্র কৃষক মহিউদ্দিনের জমির ধান কেটে দিয়েছেন মিঠামইন থানার ওসি ও তার সহকর্মীরা।
শনিবার ভোরে মহিউদ্দিনের ৫৫ শতাংশ জমির ধান গোপদিঘীর বড়হাওরে গিয়ে স্বেচ্ছাশ্রমে কেটে দেন ওসি জাকির রাব্বানীসহ ২২ জন পুলিশ সদস্য। এছাড়াও ছাত্রলীগের সদস্যরা এ ধান কাটায় অংশ নেন।
কৃষক মহিউদ্দিন বলেন, বোরো ধান আবাদ করতে গিয়ে জমানো সব টাকা খরচ হয়ে গিয়েছিল। হাতে টাকা না থাকায় সংসার চলাতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে করোনার কারণে শ্রমিকের অভাবে ধান কাটা সম্ভব হচ্ছিল না। এসময় মিঠামইন থানা পুলিশ আমার পাশে এসে দাঁড়িয়েছে।