সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
হরতালকারীরাই গরিব মানুষকেও ভ্যাটের আওতায় নিয়ে এসেছে | চ্যানেল খুলনা

হরতালকারীরাই গরিব মানুষকেও ভ্যাটের আওতায় নিয়ে এসেছে

চ্যানেল খুলনা ডেস্কঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা ভ্যাটের বিরুদ্ধে হরতাল দিয়েছিল, সংসদে ওয়াকআউট করেছিল, তারাই তা সর্বত্র ছড়িয়ে দিয়ে একজন গরিব মানুষকেও ভ্যাটের আওতায় নিয়ে এসেছে।শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মোশাররফ বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব ভ্যাট প্রথা প্রথম যখন পার্লামেন্টে বললেন, তখন আওয়ামী লীগ বিরোধী দলে। তারা ওয়াকআউট করলো। হরতাল করলো। সাইফুর রহমান সাহেব যখন ভ্যাট সিস্টেম চালু করেছিলেন, তখন অনেকেই বলেছিল, তিনি অনেক সাহসী অর্থমন্ত্রী হিসেবে ভ্যাট প্রবর্তন করার সাহস করেছেন।

‘কিন্তু আজকে চিন্তা করে দেখুন, আজকের বাংলাদেশের অর্থনীতি ওই ভ্যাটের উপরে দাঁড়িয়ে। এতো বড় বাজেট হয়, এই টাকাটা আসে কোথায় থেকে? আজকের আওয়ামী লীগ, যারা ভ্যাটের বিরোধীতা করেছিল, এর বিরুদ্ধে হরতাল করেছিল, আজকে তারা সেই ভ্যাটকে সর্বত্র ছড়িয়ে দিয়ে একজন গরিব মানুষকেও ভ্যাটের আওতায় নিয়ে এসেছে। অথচ সাইফুর রহমান সাহেব নির্দিষ্ট কিছু জিনিসের ওপর ভ্যাট আরোপ করেছিলেন।’

তিনি বলেন, আজকে যারা ব্যাংক লুট করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। অথচ কৃষক কৃষি ঋণ না দিতে পারলে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে।দেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, অর্থনীতি সব দিক থেকে বিপদগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।