চ্যানেল খুলনা ডেস্কঃবিদ্যুৎকেন্দ্র ভাংচুর ও কর্মচারীকে মারধরের অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার ঝিনাইদহ জুডিসিয়াল তৃতীয় আদালতের বিচারক এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন। ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল রানা এ তথ্য জানান।
ঝিনাইদহ পলল্গী বিদ্যুৎ সমিতির আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আবু তালেব জানান, ২০১৫ সালের ১৩ জুলাই জনতা নিয়ে মেয়র রিন্টু স্থানীয় পলল্গী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর ও কর্মচারী ইউসুফকে মারধর করেন। এ ঘটনায় সমিতির এজিএম ৫ জনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় মামলা করেন। মামলায় ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বিচারক পৌর মেয়র রিন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দেন। বাকি ৪ আসামিকে বেকসুর খালাস দেন।
সরকার পক্ষে এপিপি স্বপন কুমার মিত্র ও আসামি পক্ষে আব্দুল্লাহ আল মামুন মামলাটি পরিচালনা করেন।