সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় খুবির আর্থিক ও প্রশাসনিক প্রধানের | চ্যানেল খুলনা

হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় খুবির আর্থিক ও প্রশাসনিক প্রধানের

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ ঘুরে দেখেন, খাবারের মান যাচাই এবং সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের অভিমত শোনেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হলসমূহে গিয়ে তিনি শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। এসময় শিক্ষার্থীরা বেশ কিছু সমস্যা তুলে ধরলে তিনি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।

এ ব্যাপারে জানতে চাইলে আর্থিক ও প্রশাসনিক প্রধান অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের জন্যই এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা না থাকলে এগুলোর প্রয়োজন ছিল না। তাই তাদের খোঁজ-খবর নেওয়ার জন্যই আমি এসেছি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব এগুলোর সমাধান করার চেষ্টা করব।

খান জাহান আলী হলের আবাসিক শিক্ষার্থী মারুফ বিল্লাহ বলেন, স্যার আজ রাতে আমাদের হলে এসেছিলেন। হলের সার্বিক পরিস্থিতি জেনেছেন৷ তিনি হলের ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান যাচাই করেছেন। এছাড়াও শিক্ষার্থীদের যা যা সমস্যা আছে সবকিছু সমাধানের আশ্বাস দিয়েছেন।

খান বাহাদুর আহছানউল্লা হলের আবাসিক শিক্ষার্থী ইমদাদুল হক আসিফ বলেন, স্যার দায়িত্ব পেয়েই আমাদের হলে এসেছেন, তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। আমরা এধরনের উদ্যোগকে সাদুবাদ জানাই। আশাকরি সব সময় শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে এরকম ভূমিকা রাখবেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে খুবির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কুয়েটে এনার্জি ফেস্ট ১.০ অনুষ্ঠিত

আধুনিক মানবিক সভ্যতা বিনির্মাণে গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : উপ-উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।