নগরীর খালিশপুরস্থ হাউজিং বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৮ জানুয়ারী সন্ধ্যা সারে ৬ টায় সমিতির নিজেস্ব কার্যালয়ে খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান একেএম সানাউল্লাহ নান্নু নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বাশার, খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পারভীন আক্তার। আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম, সমীর কুমার সরকার, জাহিদুর রহমান মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম লুৎফর রহমান, মোঃ হুমায়ুন কবীর, মোঃ হেমায়েত হোসেন, মুফতি ইবাদুর রহমান, আঃ আজিজ হাওলাদার, মোঃ বাদশা মিয়া, মোঃ আসলাম উদ্দিন, এজাজ আহম্মেদ, খোরশেদ আলম লিটন, আনিছুর রহমান মুন্না, এস এম ইসাহাক, বাবলু খাঁন প্রমুখ।
এদিকে গত ২৫ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে সরকারি নির্দেশনা মেনে নগরীর খালিশপুরস্থ হাউজিং বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।