সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
হাতিরঝিলে আরও ৫২ জন আটক | চ্যানেল খুলনা

হাতিরঝিলে আরও ৫২ জন আটক

বেড়াতে আসা মানুষদের হয়রানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল লেক ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার আরও ৫২ জনকে আটক করেছে পুলিশ।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ গণমাধ্যমকে বলেন, আজ (মঙ্গলবার) বিকাল ৪টা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত দেড় শতাধিক কিশোরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ বলছে, গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে হাতিরঝিলে বেড়াতে আসা মানুষদের হয়রানির অভিযোগে মোট ১০২ জনকে আটক করা হয়।

এর আগে গেল সোমবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয় বলে জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের শর্তসাপেক্ষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, সম্প্রতি পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেজে একজন নাগরিক হাতিরঝিলে বেড়াতে এসে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তার অভিযোগ ছিল, হাতিরঝিল এলাকায় অবসরে সময় কাটানোর জন্য আসা বিনোদনপ্রেমীরা কিছু কিশোরের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ সদর দপ্তর থেকে হাতিরঝিল থানার ওসিকে অবহিত করা হয়। এর প্রেক্ষিতে হাতিরঝিল থানার তাৎক্ষণিক উদ্যোগ ও তৎপরতায় গত ২৬ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকার বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়।

পুলিশ জানায়, বিনোদনপ্রত্যাশী মানুষের আনন্দ উদযাপনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে যে কোনো ধরনের হয়রানি থেকে তাদের মুক্ত রাখতে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন স্বস্তিদায়ক করার লক্ষ্যে ২৭ জানুয়ারি থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটায় ৬ মাসের শিশুকে হত্যা

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

শহীদ বুদ্ধিজীবীরা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন

বায়ুদূষণে ঢাকা বিশ্বচ্যাম্পিয়ন

বিএনপির ৩ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে

আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন : তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।