সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
‘হামাসকে দোহা ছাড়তে’ বলার বিষয়ে যা জানাল কাতার | চ্যানেল খুলনা

‘হামাসকে দোহা ছাড়তে’ বলার বিষয়ে যা জানাল কাতার

যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দোহা ছাড়ার নির্দেশ দিতে কাতার কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। এ বিষয়ে কাতার কর্তৃপক্ষ তাদের দেশে হামাসের রাজনৈতিক নেতাদের আর স্বাগত জানাবে না বলে জানিয়েছে। শুক্রবার হিব্রু ভাষার ক্যান নিউজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যমটি জানায়, কাতার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের কিছু রিপাবলিকান সিনেটর বাইডেন প্রশাসনের কাছে একটি চিঠি পাঠিয়ে কাতারের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানায়।

সিনেট আর্মড সার্ভিসেস এবং পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য রজার উইকার এবং জিম রিশের নেতৃত্বে ১২ জন সিনেটর ওই চিঠিতে বলেন, কাতারে অবস্থানরত হামাস কর্মকর্তাদের সম্পদ জব্দ করা এবং হামাসের নেতা খালেদ মেশালকে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

চিঠিতে বলা হয়, ‘হামাসকে পরাজিত করা সম্ভব এবং বিদেশে তাদের নিরাপদ আশ্রয় বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ’।

উল্লেখ্য, কাতার গত কয়েক মাস ধরেই হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির জন্য নানা প্রচেষ্টা চালিয়ে আসছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর ইসরাইলি এক কর্মকর্তা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে শান্তি আলোচনার জন্য দেখা করেন।

ওই আলোচনায় ইসরাইলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বিল বার্নসও অংশ নেন।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও গত মাসে আল থানির সঙ্গে বৈঠক করে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্ত করার প্রচেষ্টায় কাতারের ‘অপরিহার্য’ ভূমিকার ওপর জোর দেন।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় লাগাতার ইসরাইলি হামলার অংশ হিসেবে শনিবার ভোর থেকেই গাজার উত্তর ও দক্ষিণে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যাদের মধ্যে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা দক্ষিণ আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বোমা হামলায় ৯ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।

এ নিয়ে গাজায় গত এক বছরেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলের গণহত্যায় ৪৩,৫৫২ জন ফিলিস্তিনি নিহত এবং ১০২,৭৬৫ জন আহত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

কোন কোন দেশে সুগার ড্যাডির সংখ্যা বেশি?

ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি

নিজের ধর্ষণের বর্ণনা শুনিয়ে মার্কিন হাউসকে হতবাক করলেন ন্যান্সি

পাঁচ দফায় মুক্ত ৫৫০ ফিলিস্তিনি ও ১৮ ইসরাইলি জিম্মি

বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প

টিউলিপের দুর্নীতি তদন্তে বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।