ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবস্থিত হামাসের পার্লামেন্ট ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার মূলকেন্দ্র গাজা সিটিতে ভবনটি ছিল। গত রোববার ইসরায়েলি সেনারা পার্লামেন্ট ভবনটি দখল করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (১৫ নভেম্বর) বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিকট বিস্ফোরণ হওয়ার পর পার্লামেন্ট ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া ব্রিগেড এবং গোলানি কামান ব্রিগেড হামাসের পার্লামেন্ট দখল করে। এরপর এটির ভেতর ইসরায়েলে পতাকা লাগিয়ে ছবি তোলে তারা।
হামাসের পার্লামেন্ট ভবনের যেসব পুরোনো ছবি আছে, সেগুলোতে দেখা যায়, বিশ্বের অন্যান্য দেশ বা অঞ্চলের পার্লামেন্টের মতো এটি বড় ও চাকচিক্যপূর্ণ ছিল না। এটি আকারে ছোট এবং খুবই সাধারণ একটি ভবন ছিল।
এদিকে গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর প্রথম ২০ দিন অব্যাহতভাবে বিমান হামলা চালায় তারা। এরপর গত ২৮ অক্টোবর থেকে শুরু করে স্থল হামলা।
ওইদিন গাজার ভেতর অসংখ্য ট্যাংক, সামরিক বুলডোজার ও সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করে দখলদার ইসরায়েলি সেনারা। এরপর তারা গাজার ভেতর হামাসের বিভিন্ন অবকাঠামো দখল করা শুরু করে।
ইসরায়েল দাবি করেছে, তারা এখন পর্যন্ত হামাসের সদর দপ্তর, গাজার পুলিশ দপ্তর ও অন্যান্য ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।