সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
হামাসের পার্লামেন্ট উড়িয়ে দিল ইসরায়েল | চ্যানেল খুলনা

হামাসের পার্লামেন্ট উড়িয়ে দিল ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবস্থিত হামাসের পার্লামেন্ট ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার মূলকেন্দ্র গাজা সিটিতে ভবনটি ছিল। গত রোববার ইসরায়েলি সেনারা পার্লামেন্ট ভবনটি দখল করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (১৫ নভেম্বর) বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিকট বিস্ফোরণ হওয়ার পর পার্লামেন্ট ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া ব্রিগেড এবং গোলানি কামান ব্রিগেড হামাসের পার্লামেন্ট দখল করে। এরপর এটির ভেতর ইসরায়েলে পতাকা লাগিয়ে ছবি তোলে তারা।

হামাসের পার্লামেন্ট ভবনের যেসব পুরোনো ছবি আছে, সেগুলোতে দেখা যায়, বিশ্বের অন্যান্য দেশ বা অঞ্চলের পার্লামেন্টের মতো এটি বড় ও চাকচিক্যপূর্ণ ছিল না। এটি আকারে ছোট এবং খুবই সাধারণ একটি ভবন ছিল।

এদিকে গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর প্রথম ২০ দিন অব্যাহতভাবে বিমান হামলা চালায় তারা। এরপর গত ২৮ অক্টোবর থেকে শুরু করে স্থল হামলা।

ওইদিন গাজার ভেতর অসংখ্য ট্যাংক, সামরিক বুলডোজার ও সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করে দখলদার ইসরায়েলি সেনারা। এরপর তারা গাজার ভেতর হামাসের বিভিন্ন অবকাঠামো দখল করা শুরু করে।

ইসরায়েল দাবি করেছে, তারা এখন পর্যন্ত হামাসের সদর দপ্তর, গাজার পুলিশ দপ্তর ও অন্যান্য ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ

হামাস প্রধানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আল আকসা একদিন মুসলিমদের হাতে যাবে : হিব্রুতে এক্সবার্তা খামেনির

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনেই ধর্ষণ, সত্যতা পেলেন বিচারক

শক্তি হারাচ্ছে মিয়ানমারের জান্তা : থাই প্রধানমন্ত্রী

ইউক্রেনের চেয়ে গাজায় ৬ গুণ বেশি নারী-শিশু নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।