মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার বড় ভাই আব্দুল্লাহ মোল্লা’র মৃত্যুতে এমইউজে নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন- এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামান, কোষাধ্যক্ষ এএইচ. এম. শামীমুজ্জামান, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিল্টন ও এম এ হাসান। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক নেতৃবৃন্দ যথাক্রমে আলহাজ¦ মুন্সি আবু তৈয়ব, ড. এ্যাডঃ মো. জাকির হোসেন ও অধ্যাপক শেখ দিদারুল আলম।
এর আগে মরহুম আব্দুল্লাহ মোল্লা মঙ্গলবার রাত ১০ টায় নগরীর রয়াল মোড়স্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। বুধবার যোহর বাদ নগরীর তারের পুকুরস্থ আল হেরা জামে মসজিদে মহরুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর বসুপাড়াস্থ সিদ্দিকীয়া মহল্লায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি