ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য বিএনপির আহ্বায়ক হাসিবুল হাসান হাবিব হেলিকপ্টারে করে নিজের বাড়িতে এসেছেন। প্রায় দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অবশেষে বাড়ি ফিরলেন হাবিব।
সোমবার (১০ মার্চ) বিকালে হেলিকপ্টারে করে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন বিএনপিনেতা হাবিব।
এদিন দুপুর থেকেই আশপাশের এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা ভিড় জমায় গৌড়দিয়া খেলার মাঠে। উদ্দেশে, নিজ চোখে কাছ থেকে দেখবেন হেলিকপ্টার। দীর্ঘ সময় অপেক্ষার পর অবতরণ করার সঙ্গে সঙ্গে উৎসুক জনতা ছুটে যান হেলিকপ্টারটির কাছে। হেলিকপ্টার থেকে নামতেই গ্রামবাসী হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এ সময় হাবিব বলেন, আওয়ামী লীগের নির্যাতন এড়াতে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে বাধ্য হয়। ১০ বছর আগে একবার নিজের বাড়িতে এলেও কিছুদিনের মধ্যেই ফিরে যেতে হয়েছে। শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তাই আমি হেলিকপ্টার নিয়েই নিজ গ্রামে এলাম।