সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০০ টাকা খরচে ৩০ মিনিটে মিলবে করোনা রিপোর্ট! | চ্যানেল খুলনা

১০০ টাকা খরচে ৩০ মিনিটে মিলবে করোনা রিপোর্ট!

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বল্প সময় ও খরচে করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। যার মাধ্যমে নমুনা দেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল (রিপোর্ট) পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

পরে তিনি হাসপাতালের করোনার চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে নিজের নমুনা পরীক্ষা করান।

৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামছুদ্দোহা সরকার সঞ্চয় জানান, বর্তমান পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল পেতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লেগে যায়। তবে আধুনিক প্রযুক্তির এই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা দেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করা যাবে। এই টেস্ট সঠিক রিপোর্ট দেয় এবং এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত ও প্রমাণিত হয়েছে।

পিসিআর ল্যাবের পরীক্ষার সমান ফি ১০০ টাকাই নেওয়া হবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে। নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। যাদের দ্রুত ফলাফল প্রয়োজন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এই টিকা দিলেই করোনা ঝুঁকিমুক্ত বা নিরাপদ ভাবলে চলবে না। টিকার উপর ভরসা না করে মহান সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে হবে। টিকা দেওয়ার পরেও সবাইকে সতর্কতা অবলম্বনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিধান চন্দ্র পোদ্দার।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তায় প্রধান উপদেষ্টার নিন্দা

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি আসবে না

মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।