চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গৃহীত পদক্ষেপে কর্মহীন ও অসহায় মানুয়ের সহায়তায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস (খোলা বাজারে বিক্রি) কর্মসূচি স্থগিত করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের বিভিন্ন স্থানে ওএসএমসহ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, চুরি ও আটকের পর খাদ্য মন্ত্রণালয়ের সোমবার (১৩ এপ্রিল) এ সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জানান, এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইসার ছড়িয়ে পড়তে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।