চলমান বেতন বৈষম্য নিরসনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে করণীয় ও সাংগঠনিক কাঠোমো শক্তিশালী করণে খুলনায় ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল নগরীর সোনাডাঙ্গা এফপিএবি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় আহবায়ক পরিষদের আহবায়ক মো. মিরাজুল ইসলাম। বক্তৃতা করেন- সদস্য সচিব শেখ ফরিদ আহমেদ, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, আব্দুল আলিম ও মো. জাহিদুল ইসলাম।
সভায় আলোচনার ভিত্তিতে পিযুষ বিশ্বাসকে আহবায়ক ও মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে খুলনা বিভাগীয় আহবায়ক পরিষদ গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন কামরুল ইসলাম, অভিজিৎ কুমার রায়, আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, জাহিদ হাসান আবুজার ও তন্ময় কুমার শীল। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক পরিষদ গঠন করে কেন্দ্রে প্রেরণ করতে বলা হয়েছে।