শহীদ লেফটেনেন্ট শেখ জামাল এর জীবনাদর্শন তরুনদের কাছে চির অনুকরণীয়। একজন দেশ প্রেমিক, একজন সৎ সাহসী, একজন বুদ্ধিদীপ্ত যুবক ছিলেন শহীদ লেফটেনেন্ট শেখ জামাল। কিন্তু ৭১ এর পরাজিত শক্তির দ্বারা সংগঠিত ইতিহাসের কলঙ্কতম নিদর্শন ১৫ আগষ্টে লিভিয়ে দেওয়া হয় এই উজ্জিবীত এই প্রাণ শক্তি। সদ্য বিবাহিত গৃহবধূর হাতের মেহেদী মোছার আগেই নির্মমভাবে হত্যা করেছে খুনীরা। হত্যা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, শহীদ শেখ আবু নাসের, ছোট শিশু শেখ রাসেলসহ, অন্যান্যদের। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ সময়ের পর সকল ষড়যন্ত্র প্রতিহত করে হত্যাকারীদের বিচারের আওতায় এনে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। আমাদের দাবী বিদেশে পলাতক অন্যখুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহীদ লেফটেনেন্ট শেখ জামাল এর জন্ম বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আয়োজিত দোয়া ও ইফতার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগ নেতা, শহিদুল হক মিন্টু, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, হাফেজ মোঃ শামীম, নগর ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা নাহিদ মুন্সি, শাকিল মালিক, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, তাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, ফেরদাউস হোসেন লাবু, অভিজিৎ পাল, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জোহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেশ প্রমুখ।