সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ বছর পর নচিকেতাকে চ্যালেঞ্জ জানালেন ডাক্তার (ভিডিও) | চ্যানেল খুলনা

১৬ বছর পর নচিকেতাকে চ্যালেঞ্জ জানালেন ডাক্তার (ভিডিও)

চ্যানেল খুলনা ডেস্কঃ আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। ১৬ বছর পর জনপ্রিয় শিল্পীকে চ্যালেঞ্জ জানালেন কলকাতার ডাক্তার অনির্বাণ দত্ত। নচিকেতার সুরেই গানে গানে যেন শিল্পীকেই চ্যালেঞ্জ জানিয়ে বসলেন তিনি। আর তা করোনা ক্রাইসিসের এ সময়ে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের সংগীতপ্রেমীদের ফেসবুকের দেয়ালে দেয়ালে। গানের বিষয়বস্তু ডাক্তার।

অনির্বাণ নচিকেতার বন্ধু। তাকে নিয়ে সিরিজ গানও লিখেছেন পশ্চিমবঙ্গের জীবনমুখী গানের কিংবদন্তি এ গায়ক। এবার সামনে এলেন আরেক অনির্বাণ, ডা. অনির্বাণ দত্ত। ২০০৪ সালে প্রকাশিত ‘এই আগুনে হাত রাখো’ অ্যালবামের ‘ও ডাক্তার’ শিরোনামের গানে এই পেশাকে ‘কসাই’-এর সঙ্গে তুলনা করেছিলেন নচিকেতা।
আর দেড় যুগ পর করোনা যুদ্ধে ফ্রন্ট লাইনে থাকা চিকিৎসকদের একজন পশ্চিমবঙ্গের অনির্বাণ দত্ত এবার নচিকেতার সমালোচনা করলেন। ‘কসাই’ বলার শোধ নিলেন একই সুরে। গানেই নচিকেতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, রাস্তায় নামতে। ভিডিওটি পশ্চিমবঙ্গে এখন বেশ জনপ্রিয়।

চিকিৎসক অনির্বাণ দত্ত জানান, নচিকেতার গান শোনার পর দীর্ঘদিন আগুন বুকে পুষেছেন। করোনাযুদ্ধে যখন চিকিৎসকদের জাতীয় বীর বলা হচ্ছে, তখন মোক্ষম জবাবটা দিয়েছেন।

নচিকেতার গানে ছিল, ‘ও ডাক্তার/ তুমি কত শত পাস করে, এসেছো বিলেত ঘুরে/ মানুষের যন্ত্রণা ভোলাতে/ তোমার এমবিবিএস না না এফআরসিএস বোধহয় এ টু জেড ডিগ্রি ঝোলাতে/ ডাক্তার মানে সে তো, মানুষ নয়/ আমাদের চোখে সে তো ভগবান/ কসাই আর ডাক্তার একি তো নয়/ কিন্তু দুটোই আজ প্রোফেশন/ কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে/ তোমার আছে ক্লিনিক আর চেম্বার’।

আর অনির্বাণের গানে ‘কসাই’ বলার সমালোচনা করে বলা হয়, ‘আমি ডাক্তার/ ডাক্তার মানে তো সে মানুষই হয়, স্বার্থ জন্ম দেয় ভগবান/ শিল্পী আর গিরগিটি একি তো নয়, কিন্তু দুটোয় বদলায় রং/ জাত তুলে গালাগাল শিল্প নয় কোনোদিনও, গিরগিটিদের বোঝা তা দরকার’। রাস্তায় আসার আহ্বান জানিয়ে বলেন, ‘সাহস যদি থাকে নচিকেতা, একবার নেমে এসো পথে/ তুমি তো বুকে জ্বেলে ছিলে আগুন, তুমি তো পার বদলাতে/ পথেই দেখা হবে, পথেই লেখা হবে, পথেই বিচার হবে গানটার/ আমি ডাক্তার, আমিই ডাক্তার’।

গানটি পশ্চিমবঙ্গের পত্রিকা সংবাদ প্রতিদিন তাদের ফেসবুক পেজে প্রকাশিত করেছে। তবে এটি নিয়ে কোনও মন্তব্য করেননি বাঙালি এই কণ্ঠশিল্পী।

https://www.facebook.com/ChannelKhulnaOnline/videos/225225382072476/

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

শাশুড়িকে ‘বাঘিনী’ আখ্যা দিয়ে নতুন বার্তা কারিনার

ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা!

এবার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মেঘনা আলম

বরবাদের টিকিট আমার পরিবারও পাচ্ছে না : শাকিব খান

আবারও অস্কারের মঞ্চে ‘আরআরআর’ সিনেমা

রোমান্টিক গল্পেই অভিনয় করতে চান নীহা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।