চ্যানেল খুলনা ডেস্কঃপবিত্র ঈদ-উল-আজহা, জাতীয় শোক দিবস, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ১৮ দিনের দীর্ঘ ছুটি শেষে রবিবার (২৫ আগস্ট) খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। রবিবার (২৫ আগস্ট) থেকে যথারীতি ক্লাস পরীক্ষাসহ সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।
খোজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। প্রিয়জনদের সঙ্গে ছুটি উপভোগ শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আগমনে প্রাণবন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কাল থেকে আবারও শিক্ষার্থীদের পদচারণা আর আলোচনায় মুখরিত হবে বিশ্ববিদ্যালয়ের চেনা অচেনা প্রাঙ্গণগুলো।