মোংলা উপজেলা এবং বন্দর সংলগ্ন উপকুলীয় এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে পোর্ট এলাকা ও এর আশপাশে অসহায়, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্দ্যোগে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তরের সামনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
বর্তমান সরকারের প্রচেষ্টায় মোংলা বন্দর এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, অন্য বছরগুলোর তুলনায় বর্তমান অর্থ বছরে পন্য বোঝাই দেশী-বিদেশী জাহাজের সংখ্যা বৃদ্ধি এবং রাজস্বও আয় হচ্ছে আগের তুলনায় কয়েকগুন। তাই বন্দর কর্তৃপক্ষের নিজেস্ব তহবিল থেকে বিভিন্ন সময় সহায্য সহযোগীতা করে আসছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বন্দর সংলগ্ন উপকুলীয় এলাকার ২০০ গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করেন বন্দর কর্তৃপক্ষ। বন্দর সদর দপ্তর ভবনের সামনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা নিজ হাতে ২০০ শীতার্ত মানুষের হাতে এসকল কম্বল তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হারবার এন্ড মেরিন বিভাগের কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক প্রশাসন বিভাগের মোঃ শাহীনুর আলমসহ বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।