দীর্ঘ ২০ বছর পরে খুলনা জেলা কারাগাররের কনডম সেল থেকে মুক্তি পেয়েছে ফাঁসির আসামি শেখ জাহিদুর রহমান জাহিদ। সোমবার (৩১আগস্ট) সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি।
শিশু কন্যা ও স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত শেখ জাহিদ হয়েছিলেন। উচ্চ আদালতের আদেশে মামলাটির নানা অসঙ্গতির কারণে জাহিদুল ইসলামের মুক্তি মিললো। পারিবারিক বিরোধের জের ধরে তাঁর বিরুদ্ধে স্ত্রী-কন্যার অভিযোগ এনে মামলা করেন তাঁর শ্বশুর বাগেরহাটের ফকিহাটের ময়েনউদ্দিন শেখ। ১৯৯৭ সালের ১৬ জানুয়ারি দায়ের করা মামলাটিতে স্ত্রী রহিমা খাতুন (২৮) ও তার দেড় বছরের মেয়ে রেশমা খাতুনকে হত্যার অভিযোগ আনা হয়।
জাহিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক।