চ্যানেল খুলনা ডেস্কঃভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২০ হাজার মার্কিন ডলারসহ লাইলি রহমান লাকি (২৬) নামে এক নারীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। এ সময় তার কাছ থেকে দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নারী মাদারীপুরের শিবচর গ্রামের চররামারীকান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে। কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম জানান, ভারত থেকে দেশে ফেরার সময় কাস্টমস স্ক্যানিং শেষে বের হন লাইলি। এ সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার লাগেজ থেকে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল উদ্ধার করা হয়।
বেনাপোল চেকপোস্টের কাস্টমস সুপার কামরুল হোসেন জানান, উদ্ধার করা ডলার ও মোবাইলসহ লাইলিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।